More
    Homeরাজনৈতিকএবার রাজীব বন্দ্যোপাধ্যায় লোক মারফত ঘরছাড়াদের তালিকা পাঠালেন বিজেপির রাজ্য দফতরে

    এবার রাজীব বন্দ্যোপাধ্যায় লোক মারফত ঘরছাড়াদের তালিকা পাঠালেন বিজেপির রাজ্য দফতরে

    একুশের নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে ঘরমুখো থেকেছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। দলের কর্মসূচি–বৈঠকে তাঁকে দেখা যায়নি। বরং তৃতীয়বারের জন্য নির্বাচিত সরকারের সমালোচনার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধেই তোপ দেগেছিলেন। তাঁকে নিয়ে জল্পনা বাড়ে কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ–কে ঘিরে। এবার ডোমজুড়ের বিজেপি প্রার্থী শনিবার লোক মারফত ঘরছাড়াদের তালিকা পাঠালেন বিজেপির রাজ্য দফতরে। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে গেল, তাহলে কী এখন ঠাঁই হল না তৃণমূল কংগ্রেসে?‌ তাই বিজেপিতেই কাজে মন দিলেন?‌

    একুশের নির্বাচনের পর পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগ ঘটে। তাঁর সঙ্গেও দেখা করেন রাজীব। অথচ খাতায় কলমে তিনি এখনও বিজেপি নেতা। আগামী ২৯ জুন রাজ্য বিজেপির বৈঠকে আমন্ত্রণও পেয়েছেন। শনিবার ডোমজুড়ের পরাজিত বিজেপি প্রার্থী ঘরছাড়া কর্মীদের তালিকা পাঠান দলীয় কার্যালয়ে। কিন্তু এতকিছুর পর আবার উদ্যোগী ভূমিকা নিতে দেখা যেতেই চর্চা শুরু হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক রাজ্য বিজেপির এক নেতা বলেন, ‘‌অনেকেই তলে তলে ক্ষমতার অলিন্দে ফিরতে চাইছেন। সেই খবর আমরা রাখি। আর যাঁরা পারছেন না তাঁরা থেকে যাচ্ছেন। আমাদের দরজা খোলাই রয়েছে। যেতে চাইলে আটকানো হবে না। রাজীব তার ব্যতিক্রম নন।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments