More
    Homeরাজ্যএবার রাজ্যের গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে বিলগ্নীকরণের পথে কেন্দ্র

    এবার রাজ্যের গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে বিলগ্নীকরণের পথে কেন্দ্র

    রাজ্যের গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডকে এবার বিলগ্নীকরণ করতে চলেছে কেন্দ্র। শুধু তাই নয়, বিইএমএল লিমিটেড এবং মিশ্র ধাতু নিগম লিমিটেড সহ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় নিজেদের অংশীদারিত্ব কমিয়ে আনার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। সোমবার রাজ্যসভায় এমনটাই জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক।
    তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের এক প্রশ্নের উত্তরে নায়েক লিখিতভাবে জানান, ‘‌প্রতিরক্ষা ক্ষেত্রের কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে অংশীদারিত্ব কমানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। সংস্থাগুলি হল, বিইএমএল লিমিটেড, গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং মিশ্র ধাতু লিমিটেড। তবে এই প্রক্রিয়া বাজারের পরিস্থিতির উপর নির্ভর করেই সম্পন্ন হবে। তাই কত দিনের মধ্যে এই কাজ হবে তা এখনই বলা সম্ভব নয়’।‌ আর এই ৩টির মধ্যেই এরাজ্যের গার্ডেনরিচ শিপবিল্ডার্সে বিলগ্নীকরণের রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে, এই সমস্ত ক্ষেত্রেই সংস্থার স্বল্প অংশেরই বিলগ্নীকরণ করা হবে। সংস্থার পরিচালনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হবে না বলেই আশ্বস্ত করেছেন নায়েক। এর আগে লোকসানে চলার যুক্তিতেই কেন্দ্রের তরফে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নীকরণের পথে হাঁটা শুরু করেছিল মোদি সরকার। এবার লাভজনক, এমনকি ‘রত্ন’ তালিকাভুক্ত সংস্থাগুলির ক্ষেত্রেও যে কেন্দ্র বিলগ্নীকরণের দরজা খুলে দিতে চাইছে, তা স্পষ্টই বোঝা যাচ্ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments