স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের পর এবার রাজ্যের সমস্ত পুরকর্মীদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার নবান্নে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যের সমস্ত পুরকর্মীকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।’ ইতিমধ্যে চিঠি দিয়ে তাঁদের টিকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই চিঠি যাচ্ছে পশ্চিমবঙ্গের সব পুরসভায়।পাশাপাশি এদিন ‘চোখের আলো’ প্রকল্পের অধীনে রাজ্যের সমস্ত ব্লকে ৫০ হাজারেরও বেশি চশমা বিতরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি খুশি হব যদি রাজ্যের ১০ কোটি মানুষই স্বাস্থ্যবিমার আওতায় আসেন। স্বাস্থ্যসাথী প্রকল্পে আমরা ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুযোগ দিচ্ছি রাজ্যবাসীকে। পুরো টাকাটাই দিচ্ছে রাজ্য সরকার। সরকারি হাসপাতাল ছাড়াও এই স্বাস্থ্যবিমায় বেসরকারি হাসপাতালেও চিকিৎসা করাতে পারবেন সাধারণ মানুষ।’