More
    Homeআন্তর্জাতিকএবার সম্ভাব্য নির্বাচনের সময় ঘোষণা করতে বাধ্য হলেন ইউনুস

    এবার সম্ভাব্য নির্বাচনের সময় ঘোষণা করতে বাধ্য হলেন ইউনুস

    ক্ষমতার লোভ যে বড়ো লোভ তা বার বার করে বিশ্ব প্রমাণ করেছে। হাসিনা সরকারের পতন ও ইউনুস সরকারের আগমন খুবই নাটকীয়ভাবে হয়। ইউনুসকে বিদেশ থেকে আনিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেন বিএনপি নেতৃত্ব। কিন্তু এবার আর তিনি ক্ষমতা ছাড়ার কোনো লক্ষণ দেখাচ্ছেন না। ক্ষোভ বাড়ছে বিএনপি নেতৃত্বের মধ্যে। এই ক্ষোভের আভাস পেয়ে সতর্ক হয়ে যান ইউনুস। তিনি জানিয়েছেন, আগামী ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা হতে পারে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আজ সোমবার মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ভারতীয় সেনার কাছে মাথা নত করে পাকিস্তান বাহিনী। স্বাধীন হয় বাংলাদেশ। ইতিমধ্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। বর্তমানে তিনি ভারতের আশ্রয়ে আছেন। এই অবস্থায় আজ বাংলাদেশেও সাড়ম্বরে পালিত হচ্ছে বিজয় দিবস। সকালেই স্মৃতি সৌধকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইউনূস। পরে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

    তিনি বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি ভোটার তালিকা নির্ভুল ভাবে তৈরি করে নির্বাচন করতে হয় তাহলে তা করতে হবে ২০২৫ সালের শেষে।এমনকি ২০২৬ সালের প্রথমার্ধও লেগে যেতে পারে বলেও এদিন উল্লেখ করেছেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তাঁর কথায়, নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিন একাধিক ইস্যুতে কথা বলেছেন নোবেলজয়ী। বলেন, বাংলাদেশের স্থানীয় সমস্ত নির্বাচনসহ সমস্ত ভোটেই প্রথমবার বাংলাদেশের ভোটাররা ১০০ শতাংশ যাতে ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments