More
    Homeকলকাতাএবার সুপ্রিম কোর্টে তিলোত্তমার মা-বাবার হয়ে লড়াই করবেন আইনজীবী করুণা নন্দী

    এবার সুপ্রিম কোর্টে তিলোত্তমার মা-বাবার হয়ে লড়াই করবেন আইনজীবী করুণা নন্দী

    করুনা নন্দী এতদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে আরজি কর মামলায় ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টর্স’ অর্থাৎ চিকিৎসকদের তরফে আইনজীবী হিসেবে সওয়াল করছিলেন। তাঁকেই বেছে নিলেন তিলোত্তমার বাবা-মা। শিয়ালদহ আদালতেও আর সওয়াল করবেন না বৃন্দা গ্রোভার। নতুন আইনজীবীর টিম তৈরি করা হয়েছে। এছাড়া কলকাতা হাইকোর্টেও অন্য কাউকে সওয়াল করতে দেখা যাবে।

    আইনজীবী বৃন্দা গ্রোভারের পরিবর্তে করুণা নন্দীকেই ভরসা করছেন তিলোত্তমার বাবা-মা। বৃন্দা গ্রোভারের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন না তাঁরা। তাঁদের কথা আদালতে সঠিকভাবে তুলে ধরা হচ্ছিল না বলে অভিযোগ ওঠে।

    এবার আবার নতুন আইনজীবী

    করুনা নন্দী। প্রথমে ছিলেন বিকাশ ভট্টাচার্য। প্রশ্ন উঠেছে এভাবে বার বার কেন আইনজীবী পরিবর্তন করছেন তিলোত্তমার মা-বাবা। এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেছিলেন, তদন্ত সংক্রান্ত সব তথ্য সিবিআই জানাচ্ছেন তিলোত্তমার পরিবারকে। অথচ আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা, মা জানান, তাঁদের কিছুই জানানো হচ্ছে না। আদালতে যে স্টেটাস রিপোর্ট জমা পড়ছে, সেই সংক্রান্ত কোনও তথ্যও তাঁদের হাতে আসছে না। এই বিষয়টি কেন বৃন্দা গ্রোভার আইনজীবী হিসেবে তুলে ধরলেন না, তা নিয়েই প্রশ্ন তোলে তিলোত্তমার পরিবার। সব মিলিয়ে বিষয়টা কি আরও জটিল হয়ে যাচ্ছে না?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments