More
    Homeজাতীয়এবার সোনার গয়নায় বাধ্যতামূলক হলমার্কিং ব্যবস্থা চালু করার দাবি জানাল জুয়েলারি ইউনিয়ন

    এবার সোনার গয়নায় বাধ্যতামূলক হলমার্কিং ব্যবস্থা চালু করার দাবি জানাল জুয়েলারি ইউনিয়ন

    সোনার গয়নায় বাধ্যতামূলক হলমার্কিং ব্যবস্থা চালু করার দাবি জানাল অল ইন্ডিয়া জুয়েলারি হ্যান্ড মেড ওয়ার্কার্স ফেডারেশন এবং ওয়েস্ট বেঙ্গল জুয়েলারি আর্টিসন ওয়ার্কার ইউনিয়ন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপের দাবি করা হয়েছে। সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করার সঙ্গে সঙ্গে বিভিন্ন গয়না ব্যবসায়ীরা ছিল ব্যবস্থায় একাধিক সমস্যার কথা শুনিয়েছিলেন। অভিযোগ, হলমার্কের ছলে অসত্‍ উপায় অবলম্বন করছেন কিছু অসাধু মানুষ। এই প্রক্রিয়ায় কতটা স্বচ্ছতা রয়েছে প্রশ্ন উঠেছিল তা নিয়েও। সেই কারণেই সরকারি হস্তক্ষেপের দাবি জোরালো হয়েছে। কী হস্তক্ষেপ? গয়না সংগঠনগুলির দাবি সরকারের অধীনে হলমার্ক কেন্দ্রগুলি গড়ে উঠুক। হলমার্ক নির্ধারণ করুন সরকারি কর্মীরাই। এতে গোটা বিষয়টিতে স্বচ্ছতা আসবে বলে মত বিশেষজ্ঞদের। এই বিষয়ে অল ইন্ডিয়া জুয়েলারি হ্যান্ড মেড ওয়ার্কার্স ফেডারেশন-এর সভাপতি এবং ওয়েস্ট বেঙ্গল জুয়েলারি আর্টিসন ওয়ার্কার ইউনিয়ন-এর সম্পাদক রঞ্জন দাস জানান, ‘আমরা চাই হলমার্কিং প্রক্রিয়া দ্রুত চালু করা হোক। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি যে হলমার্ক কেন্দ্রগুলি সরকার নিজের অধীনে গড়ে তুলুক এবং সরকারি অনুমোদিত স্বর্ণ কর্মী দ্বারা সোনার মান নির্ধারণ করে তবেই গয়নায় হলমার্ক দেওয়া হোক।’

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments