ব্রিগেডের পর এবার ৬ই মার্চ পথে নামছে বাম-কংগ্রেস-সিদ্দিকির সংযুক্ত জোট। সূত্রের খবর, পেট্রোপন্য সহ অত্যাবশ্যক জিনিসের মূল্যবৃদ্ধি প্রতিবাদ এবং কর্মসংস্থানের দাবিতে এই মিছিল করবে জোট শিবির। বিকেল ৩টে নাগাদ এন্টালি থেকে মিছিল শুরু হবে বলে খবর। মিছিল শেষ হবে মহাজাতি সদন পর্যন্ত। এই মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, CPIM রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের পাশাপাশি মিছিলে হাঁটবেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।পীরজাদা আব্বাস সিদ্দিকীরও উপস্থিত থাকার কথা আছে।