গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবার ব্যাঙ্ক অফ বরোদা এবার হোয়াটসঅ্যাপে চালু করল ব্যাঙ্কিং পরিষেবা এর মাধ্যমে এবার বাড়িতে বসেই সমস্ত কাজ সেরে ফেলতে পারবেন । আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ও স্ট্যাটাস জানতে পারবেন বাড়িতে বসেই । ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে । ফোনে এই 8433 888 777 নম্বরটি সেভ করে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্কি শুরু করতে পারবেন ।
এর সবচেয়ে বেশি সুবিধা হল যাঁদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেই বা ব্যাঙ্কের নন তাঁরাও এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন । নতুন টেকনোলজির মাধ্যমে গ্রাহকদের উন্নতমানের পরিষেবা প্রদান করা জন্য ব্যাঙ্ক একাধিক পদক্ষেপ নিয়েই চলেছে ।
হোয়াটসঅ্যাপে কী ভাবে মিলবে এই পরিষেবা
১. রেজিস্টার- মোবাইলে ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নম্বর 8433 888 777 সেভ করে নিন
২. মেসেজ- হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য এই নম্বরে “Hi” লিখে পাঠান
৩. এই নম্বরে ব্যাঙ্কিং পরিষেবা ২৪x৭ মিলবে ।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই মিনি স্টেটমেন্ট, চেক স্ট্যাটাস, চেক বুক রিকোয়েস্ট পাঠাতে পারবেন । পাশাপাশি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এটিএম কার্ড ব্লক করতে পারবেন ।