Thursday, October 5, 2023
Homeতথ্য প্রযুক্তিএবার BOB হোয়াটসঅ্যাপে চালু করল ব্যাঙ্কিং পরিষেবা, জেণে নিন কী ভাবে মিলবে...

এবার BOB হোয়াটসঅ্যাপে চালু করল ব্যাঙ্কিং পরিষেবা, জেণে নিন কী ভাবে মিলবে এই পরিষেবা

গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এবার ব্যাঙ্ক অফ বরোদা এবার হোয়াটসঅ্যাপে চালু করল ব্যাঙ্কিং পরিষেবা এর মাধ্যমে এবার বাড়িতে বসেই সমস্ত কাজ সেরে ফেলতে পারবেন । আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ও স্ট্যাটাস জানতে পারবেন বাড়িতে বসেই । ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে । ফোনে এই 8433 888 777 নম্বরটি সেভ করে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্কি শুরু করতে পারবেন ।

এর সবচেয়ে বেশি সুবিধা হল যাঁদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নেই বা ব্যাঙ্কের নন তাঁরাও এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন । নতুন টেকনোলজির মাধ্যমে গ্রাহকদের উন্নতমানের পরিষেবা প্রদান করা জন্য ব্যাঙ্ক একাধিক পদক্ষেপ নিয়েই চলেছে ।

হোয়াটসঅ্যাপে কী ভাবে মিলবে এই পরিষেবা

১. রেজিস্টার- মোবাইলে ব্যাঙ্কের হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট নম্বর 8433 888 777 সেভ করে নিন

২. মেসেজ- হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য এই নম্বরে “Hi” লিখে পাঠান

৩. এই নম্বরে ব্যাঙ্কিং পরিষেবা ২৪x৭ মিলবে ।

হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকরা সহজেই মিনি স্টেটমেন্ট, চেক স্ট্যাটাস, চেক বুক রিকোয়েস্ট পাঠাতে পারবেন । পাশাপাশি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এটিএম কার্ড ব্লক করতে পারবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments