এমনিতেই হুমকির মুখে পড়ছেন বহুবার। এরমধ্যে আবার আইনি ঝামেলায় ফাঁসলেন সলমন খান রবীন্দ্রনাথ ঠাকুরের গান বিকৃত করা হয়েছে। তাতেই উঠে এল বলিউড সুপারস্টারের নাম। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলো রে গানটি ব্যঙ্গ করে গেয়ে অবমাননা করা হয়। শোয়ের অতিথি ছিলেন বলিউড তারকা কাজল। সেই অনুষ্ঠানেই মঞ্চে আসেন কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক। তিনি দর্শকদের হাসাতে কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেন। প্রথম প্রতিবাদ করেন কবি শ্রীজাত। এরপর তা বাড়তে থাকে। এই ঘটনার জেরেই সলমান খানকে বঙ্গবাসী মহাসভা ফাউন্ডেশন আইনি নোটিশ পাঠায় সলমন খানকে। কারণ হিসেবে জানানো হয়েছে, কপিল শর্মার শোয়ের প্রযোজক তিনি। ক্রুষ্ণা অভিষেক এই ধরণেই ব্যাঙ্গ করার জন্য ক্ষমাপ্রার্থনা করেন। ওটিটি প্ল্যার্টফর্ম নেটফ্লিক্সও বিবৃতি দেয়, এই অনুষ্ঠানের উদ্দেশ্য বিনোদন দেওয়া। কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে তামাশা করা নয়। আইনি নোটিশ পাওয়ার পর বলিউড তারকা সলমন খানের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়, ‘সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। সলমন এই শো-টি আর প্রযোজনা করেন না। আমরা এই অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। ফলে, কোনও আইনি নোটিশ তাঁকে প্রভাবিত করতে পারবে না’।