এর চেয়ে সুন্দর ফিরে আসা আর কীভাবে হতে পারত ওয়াশিংটন সুন্দরের! একারই সাত উইকেট। তিন বছর পর দক্ষিণী স্পিনারের দুরন্ত প্রত্যাবর্তন। কেরিয়ারের পঞ্চম টেস্টে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার ২০২১ ভারতের মাটিতে ইংল্য়ান্ড সিরিজে শেষবার লাল বলের ক্রিকেট খেলেছিলেন। এরপর ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম দেখিয়েছেন ব্যাটে, বলে। বেঙ্গালুরু টেস্টে হারের পরই ভারতীয় দলে ডেকে নেওয়া হয় সুন্দরকে। দ্বিতীয় টেস্টেই করলেন বাজিমাত। দুই স্পিনারের ভেলকিতে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৯ রান। তারমধ্যে সুন্দরের ৭ উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত দিনের শেষে রোহিতের মূল্যবান উইকেট হারিয়ে ১৬ রান করেছে। রোহিত ৯ বল খেলে ডাক। যশস্বী ৬ ও শুভমন ১০ রানে অপরাজিত