পাঁচ উইকেট নিয়ে পঞ্চম। এলিট তালিকায় ঢুকলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের এলিট তালিকায় ঢুকতে তিনি টপকালেন জাহির ও ইশান্তকে। ৩১১ উইকেটের রেকর্ড ভেঙে তাঁর সংগ্রহ ৩১২ উইকেট। এলিট তালিকায় প্রথম চারে রয়েছেন অনিল কুম্বলে (৬১৯) , রবিচন্দ্রন অশ্বিন (৫৩৩), কপিল দেব (৪৩৪), হরভজন সিং (৪১৭)।ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ২২ ওভার বল করে ১টি মেডেনসহ ৬৫ রানের বিনিময়ে ৫ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। টেস্ট কেরিয়ারে এই নিয়ে মোট ১৪ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জাদেজা। তারমধ্যে ঘরের মাঠে মোট ১২ বার। কপিল দেব ঘরের মাঠে এই কৃতিত্ব দেখান ১১ বার। ফলে, সেদিক থেকে কপিলকেও টপকে গেলেন জাড্ডু।