Tuesday, May 30, 2023
HomeUncategorizedএসে গেল ফুলকির প্রোমো! বিদায় বেলায় আবেগপ্রবণ মিঠাই 

এসে গেল ফুলকির প্রোমো! বিদায় বেলায় আবেগপ্রবণ মিঠাই 

 

বর্তমানে টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে বহু বাংলা সিরিয়াল। আর পুরনো ধারাবাহিক গুলিকে পিছনে ফেলে এগিয়ে আসছে নতুন ধারাবাহিক গুলি। সম্প্রতি মিঠাই ধারাবাহিকের সেট ভেঙে দেওয়া হয়েছে। কারণ সেখানে ফুলকির শুটিং হবে।

 

এমনকি বদলে গেছে মিঠাইয়ের পরিচালক রাজেন্দ্র প্রসাদও। মিঠাই বন্ধের পর ফুলকি ধারাবাহিক আসবে বলে শোনা গিয়েছিল। যদিও পরে জানা যায় মিঠাই এখন বন্ধ হচ্ছে না। বর্তমানে ধারাবাহিক গুলির মধ্যে সবচেয়ে পুরনো ধারাবাহিক মিঠাই। টিআরপির জায়গাতে ভালো ফল করে টিকে গেছে মিঠাই। ফুলকির জন্য না হলেও খুব শীঘ্রই বন্ধ হচ্ছে মিঠাই।

 

তবে ইতিমধ্যে এসে পড়েছে ফুলকির প্রমোও। নায়কের রোলে দেখা মিলবে সোমরাজ মাইতির। এই গল্পটি তৈরি হবে বক্সিংকে কেন্দ্র করে। নায়িকা হিসেবে থাকবেন নবাগত অভিনেত্রী দিব্যানি মন্ডল। তোমাকে দেখা যাচ্ছে হাতে গ্লাভস পড়ে দাঁড়িয়ে নায়ক। এদিকে গল্পের নায়িকা বক্সিং য়ে টক্কর দেয় ছেলেদের। নায়িকার হাঁপানির সমস্যা কিন্তু প্রাইজমানি ১০০০০ টাকার জন্য বক্সিং কম্পিটিশনে অংশ নেয় সে। যাতে সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments