গলায় হাঁসুলি, কাঁধে তীর ধনুক, গায়ে জড়ানো আদিবাসী পোশাক। এ কোন রূপে ধরা দিলেন দর্শকদের প্রিয় একেন বাবু! ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল সমাজমাধ্যমে। আসলে তিনি কিন্তু একেন বাবু কিংবা অনির্বাণ চক্রবর্তী নন, তিনি হলেন মণ্ডি। সোমবার দেব প্রকাশ্যে আনলেন অভিনেতার ‘খাদান’ ছবির রূপ! ক্যাপশনে লেখা, ‘সাহসের দীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ।’ ভিন্নরূপে অভিনেতাকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা।