এ বার কঙ্গনা রানাওয়াতের পরিচালনায় করণ জোহর! নায়িকা নিয়েই জানিয়েছেন ভালো চরিত্রের প্রস্তাব দিতে রাজি পরিচালক তথা প্রযোজককে। তবে কঙ্গনার কথায় কোনও শাশুড়ি-বউমার কুটকাচালি সংক্রান্ত ছবি করবেন না তিনি। বিষয়টা খোলসা করেই বলা যাক। কঙ্গনার সঙ্গে করণ জোহরের সম্পর্কের সমীকরণ ইন্ডাস্ট্রির কারও কাছেই ওজানা নয়। সম্প্রতি একটি রিয়্যালিটি শোতে কঙ্গনার কাছে প্রশ্ন রাখা হয়, করণের প্রযোজনায় অর্থাৎ ‘ধর্মা প্রোডাকশন’-এর অধীনে কাজের প্রস্তাব আসলে রাজি হবেন কি কঙ্গনা? অভিনেত্রী কিছুটা হেসে উত্তর দেন, “আমি খুবই দুঃখিত এটা বলছি কিন্তু করণ স্যারের আমার সঙ্গে কাজ করা উচিত একবার। আমি ওকে খুব ভালো একটা চরিত্র দেব। আর ছবিটাও খুব ভালো হবে। কোনও শাশুড়ি-বউমার কুটকাচালি কিংবা পিআর অনুশীলন নয়। এটা একটা ঠিকঠাক ছবি হবে এবং ওর জন্যেও একটা ঠিকঠাক চরিত্র থাকবে।”