মেটেনি বকেয়া অর্থ, ‘রিমাইন্ডার’ পাঠাতে পাঠাতে ক্লান্ত বিজ্ঞাপনী সংস্থা। অথচ সেই দিকে ভ্রূক্ষেপই নেই বাদশার। তিনি ব্যস্ত অনুষ্ঠান করে বেড়াতে। এ বার নিজের কর্মকাণ্ডের জেরেই আইনি ফাঁপরে পড়লেন গায়ক। বাদশার অন্যতম জনপ্রিয় মিউজিক ভিডিয়ো ‘বাওলা’। গান হিট হয়ে গিয়েছে বহু আগেই। কিন্তু সেই গানের প্রচারের দায়িত্বে যে বিজ্ঞাপনী সংস্থা, তার বকেয়া অর্থ এখনও শোধ করেননি নাকি গায়ক। টাকা মেটানোর কথা তাঁকে মনে করাতে করাতে ক্লান্ত হয়ে পড়েছে তাঁরা। ফলে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সেই সংস্থা।