এ বার রিল লাইফের বউ পর্ণার হাতে আইবুড়োভাত খেল সৃজন ওরফে রুবেল দাস! ফিশ ফ্রাই, ভাত, ডাল, পোলাও থেকে শুরু করে চিকেন, মটন, আর কী কী ছিল মেনুতে? সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র সেটে আনুষ্ঠানিকভাবে পালিত হল রুবেলের আইবুড়োভাত। গলায় গাঁদা ফুলের মালা, মাথায় টোপর। ছবিতে এই ভাবে নজর কাড়লেন তিনি। আর কয়েকদিনের মধ্যেই এই সাজেই শ্বেতা চট্টচার্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা। তার আগে হবু বউকে ছেড়ে শুটিং এর ফাঁকেই জমিয়ে খাওয়াদাওয়া সারলেন রুবেল। কাঁসার থালা-বাটিতে জমিয়ে চলল ভুড়িভোজ। মেনুতে ছিল – ফিশ ফ্রাই, ভাত, ডাল, পোলাও, চিকেন, মটন এবং শেষ পাতে চাটনি,পায়েস, মিষ্টি। বাদ পড়েনি কিছুই। এক কথায় এলাহি আয়োজন ছিল আইবুড়োভাতের অনুষ্ঠানে। রুবেল-শ্বেতার বিয়ে নিয়ে আগ্রহী তাঁদের সহ অভিনেতা-অভিনেত্রীরা। রুবেলের বাস্তব জীবনের বিয়ে নিয়ে বেজায় উচ্ছ্বসিত রিল লাইফের পরিবার ওরফে ’দত্ত বাড়ি’। এ দিন রুবেলের সঙ্গে একফ্রেমে দেখা গেছে ’দত্ত বাড়ি’র সদস্যদের। আগামী ১৯ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন রুবেল-শ্বেতা। ইতিমধ্যে নেট পাড়ায় ভাইরাল তাঁদের বিয়ের কার্ড।