প্রতি বছরই ধনদেবীর আরাধনা করে থাকেন মহানায়ক উত্তম কুমারের পরিবার। ঐতিহ্যবাহী চট্টোপাধ্যায় গৃহের লক্ষ্মীপুজোর আয়োজনের দায়িত্বে বেশ কিছু বছর ধরে নাতি গৌরব চট্টোপাধ্যায় এবং বউমা দেবলীনা কুমারের। এবার কেমন ছিল সেই আয়োজন? এই বছরের মায়ের ভোগে কী থাকলো? প্রতিবারের মতো এবারেও সব রীতি মেনে পুজো সারলেন দেবলীনা-গৌরব। এই বাড়ির লক্ষ্মী প্রতিমার রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য। ভবানীপুরের চট্টোপাধ্যায় বাড়িতে মহানায়কের স্ত্রী গৌরীর আদলে আজও মা লক্ষ্মী পূজিত হয়ে থাকেন। ভক্তি ভরে পরিবারকে সঙ্গে নিয়ে এই পুজোর আয়োজন হয়ে থাকে।