আবার। আবার ভারতসেরা মোহনবাগান। টানা দু’বার। ওড়িশাকে ঘরের মাঠে হারিয়ে বসন্তের হাওয়া বইয়ে দিলেন দিমিত্রি পেত্রাতোস। শেষলগ্নে তাঁর গোলেই ১-০ গোলে ওড়িশা বধ করল মোহনবাগান সুপার জায়ান্ট। ৯২ মিনিটে দুরন্ত গোল করলেন অজি তারকা পেত্রাতোস।
২২ ম্যাচে ৫২ পয়েন্ট সংগ্রহ করে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল সবুজ মেরুন ব্রিগেড। ধরে থাকল লিগ শিল্ড। খেলা শেষের বাঁশি বাজতেই যুবভারতীর মোহনবাগান সমর্থকরা ভেসে যান বাঁধনহারা আনন্দে। আর উচ্ছ্বাসে ভাসে সবুজ মেরুন ফুটবলাররা। এই সঙ্গে আগামী মরসুমে ফের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র জন্য যোগ্যতা অর্জন করে ফেলল মোলিনা ব্রিগেড