ব্যক্তিগত জীবনে রাজামৌলি খুবই প্রচ্ছন্ন ও পরিবেশ সচেতন মানুষ। আর তাঁর চোখেই পড়েছে সেইসব ভয়াবহ দৃশ্য। প্রেক্ষাপটে মেগা বাজেট দক্ষিণী সিনেমা তৈরি করছেন এসএস রাজামৌলি। আর সেই সিনেমার শুটিংয়ের জন্যই লোকেশন হিসেবে তিনি বেছে নিয়েছেন ওড়িশাকে। রাজ্যের পর্যটন শিল্পের উন্নতির জন্য মোহন চরণ মাঝি দিন কয়েক আগেই রাজামৌলিকে ধন্যবাদ জানিয়েছিলেন। বিগ বাজেট দক্ষিণী ছবিতে ওড়িশার প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে পর্যটকরাও ভিড় জমাবেন সেখানে। সেই মর্মেই ‘বাহুবলী’ পরিচালককে কুর্নিশ জানান ওড়িশার মুখ্যমন্ত্রী। কিন্তু এবার রাজমৌলি যে দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন, তা দেখে নিন্দার ঝড়!
সদ্য ওড়িশায় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নতুন সিনেমা ‘SSMB29’ ছবির শুটিং সেরেছেন রাজামৌলি। তবে ছবির কাজ সেরেই সেখান থেকে বাড়িমুখো হননি তিনি। পরিচালক বেজায় ভালোবাসেন ঘুরতে। তাই ওড়িশায় গিয়েও সেই সুযোগ হাতছাড়া করেননি রাজামৌ লি। চলে গিয়েছিলেন দেওমালিতে ট্রেক করতে। আর সোলো ট্রেক করতে গিয়েই বিপত্তি! পাহাড়ের যত্রতত্র ছড়িয়ে আবর্জনা। ইতি-উতি প্লাস্টিক ছড়িয়ে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে কড়া বার্তা দিয়েছেন পরিচালক। পরিবেশদূষণের এহেন জ্বলজ্যান্ত উদাহরণ দেখে বেজায় বিরক্ত দক্ষিণী পরিচালক। টুইটারে সেই ভিডিও শেয়ার করে ক্ষোভও উগড়ে দিলেন তিনি।