Wednesday, June 7, 2023
HomeUncategorizedওয়েব সিরিজ বানাচ্ছেন রাহুল মুখার্জী! কিশমিশ খ্যাত পরিচালকের সিরিজে মুখ্য ভূমিকায় শোলাঙ্কি-সত্যম

ওয়েব সিরিজ বানাচ্ছেন রাহুল মুখার্জী! কিশমিশ খ্যাত পরিচালকের সিরিজে মুখ্য ভূমিকায় শোলাঙ্কি-সত্যম

 

খুব অল্প সময়ের মধ্যেই তারা দর্শকদের নজর কেড়েছেন পর্দায়। এবারে দুজন কে একসঙ্গে জুটিতে দেখা যাবে। সূত্রের মারফত খবর রাহুল বন্দ্যোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজে সোলাঙ্কি রয় এবং সত্যম ভট্টাচার্য জুটি বাঁধতে চলেছেন। পরিচালক হিসাবে তিনি আগে দর্শকদের কিসমিস দিলখুশের মতন ছবি উপহার দিয়েছেন। এবারে তিনি ওয়েব সিরিজে হাত পাকা করতে চাইছেন।

 

সম্প্রতি গাঁটছড়া সিরিয়ালের খরি চরিত্রটি শেষ করেছেন সোলাঙ্কি শোনা যাচ্ছিল। তার হাতে রয়েছে নাকি অন্য কোন প্রজেক্ট। সোলাঙ্কি কে এর আগেও ওয়েব সিরিজে দেখা গেছে এবং তাকে বাবা বেবি ও সিনেমাতেও দেখা গেছিল। এছাড়াও বল্লভপুরের রূপকথা সিনেমাটিতে সত্যম ভট্টাচার্য ছিলেন।

 

সূত্রের মারফত খবর পাওয়া গিয়েছে আপাতত সেই ওয়েব সিরিজটির নাম হবে কেয়ার অফ চৌধুরী বাড়ি। সোলাঙ্কি ও সত্যম ছাড়াও এই ওয়েব সিরিজে রয়েছে পরান বন্দ্যোপাধ্যায়ের অনুসূয়া মজুমদার ঋতব্রত মুখোপাধ্যায় চান্দ্রি ঘোষ প্রভৃতি। আগামী 2 জুন থেকে শুরু হবে এই ওয়েব সিরিজের শুটিং। প্রথমে কলকাতায় শুরু হবে এই ওয়েব সিরিজের ছুটি তারপরে বোলপুরে ছাড়বেন এই ওয়েব সিরিজের আউটডোর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments