More
  Homeআন্তর্জাতিকওয়ান ডে'র মতোই দশকের সেরা টি-২০ দলেরও ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন মহেন্দ্র সিং...

  ওয়ান ডে’র মতোই দশকের সেরা টি-২০ দলেরও ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি

  আইসিসির দশকের সেরা টি-২০ দলে ভারতীয়দের দাপট। একসঙ্গে চারজন ভারতীয় তারকা জায়গা পেলেন দশ বছরের সেরা টি-২০ দলে।

  ওয়ান ডে’র মতোই দশকের সেরা টি-২০ দলেরও ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মাহি ছাড়া এই দলে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ।

  সঙ্গত কারণেই এই দলে জায়গা পেয়েছেন দুই ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল ও কায়রন পোলার্ড। রয়েছেন আফগান স্পিনার রশিদ খান।

  রোহিত শর্মার সঙ্গে ওপেনে ক্রিস গেইল। ব্যাটিং অর্ডারের তিন, চার ও পাঁচ নম্বরে যথাক্রমে অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি ও এবি ডি’ভিলিয়র্স রয়েছেন। দুই অল-রাউন্ডার ম্যাক্সওয়েল ও পোলার্ড রয়েছেন ব্যাটিং অর্ডারের ছয় ও আট নম্বরে।

  সাত নম্বরে রয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান তথা দলনায়ক ধোনি। ন’নম্বরে রশিদ খান এবং দুই বিশেষজ্ঞ পেসার হিসেবে দশ ও এগারো নম্বরে রয়েছেন যথাক্রমে ভারতের জসপ্রীত বুমরাহ ও শ্রীলঙ্কার লসিথ মালিঙ্গা।

  দশকের সেরা টি-২০ দল: রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়র্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), কায়রন পোলার্ড, রশিদ খান, জসপ্রীত বুমরাহ ও লসিথ মালিঙ্গা।

  RELATED ARTICLES

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  - Advertisment -

  Most Popular

  Recent Comments