কখনও পাঞ্জা লড়লেন, আবার কখনও মাতলেন গল্প-আড্ডায়। ৭৭তম সেনা দিবসে দিনে অন্য মেজাজেই ধরা দিলেন সানি দেওল এবং বরুণ ধাওয়ানকে। ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে জওয়ানদের সঙ্গে ছবি পোস্ট করে স্মরণ করেছেন এই বিশেষ দিনটিকে। তাঁদের সঙ্গে সুর মিলিয়ে উচ্চস্বরে ‘ভারত মাতা কী জয়’! সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করে সানি দেওল লিখলনে, ‘আমাদের নায়ক ভারতীয় সেনাকে কুর্নিশ।’ কুর্নিশ জানালেন বরুণও।