কবে ২২ গজে ফিরবেন মহম্মদ শামি! সংশয় যেমন কাটছে না, কোনও নিশ্চয়তাও কেউ দিতে পারছে না। অস্ত্রোপচার শেষে রিহ্যাব করছেন। ফেরার কসরত করছেন। নিজেই জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেট খেলে ফেরার কথা নিজেই জানিয়েছিলেন। কিন্তু বাংলার রঞ্জি দলে প্রথম ২ ম্যাচে তাঁকে রাখা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ। সেখানেও ফেরার সম্ভাবনা প্রায় নেই। জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবরের শেষের দিকে পুরো ফিট হতে পারেন। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সফরে তাঁর ওপর ভরসা রাখতেই পারে বোর্ড। তবে সেনিয়ে কেউই আপডেট জানাননি। শামি শুধু চোটের গুজব খবরের বিরোধিতা করেছেন। জানিয়েছেন তিনি সুস্থ হওয়ার পথে। উল্লেখ্য, ওয়ান ডে বিশ্বকাপের সময় চোট পেয়েছিলেন মহম্মদ শামি। অস্ত্রোপচারও হয়। এরপর থেকেই বাইরে তিনি।