More
    HomeUncategorizedকয়টি ২০০০ টাকার নোট একবারে বদলাতে পারবেন? কতদিন রয়েছে এই নোট বদলের...

    কয়টি ২০০০ টাকার নোট একবারে বদলাতে পারবেন? কতদিন রয়েছে এই নোট বদলের সময়সীমা? আর বি আই দিল বিগ আপডেট

    রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবারে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করেছে দু হাজার টাকার নোট বাতিলের। আর বি আই আর নতুন করে দু হাজার টাকার নোট ইস্যু করবে না। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে ৩০ শে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ২০০০ টাকার নোট বৈধ হবে তারপরে আর নেওয়া হবে না। তাদের তরফ থেকে জানানো হয়েছে যদিও এটার কোন উদ্বেগের কারণ নেই।

    আর বি আই এর সূত্রে জানা যাচ্ছে ২৩ শে মে ২০২৩ থেকে ২০০০ টাকার নোট বদলাতে পারবেন যাদের কাছে এই নোটগুলি আছে। তারা তাদের ব্যাংক একাউন্টে গিয়ে এই নোটগুলি জমা করতে পারবেন। বা তারা যেকোনো ব্যাংকের শাখায় গিয়ে অন্যান্য নোটের সঙ্গে বদলাতে পারবেন। তাদের সূত্র বলা হয়েছে, ২০০০ টাকার নোট এককালীন কুড়ি হাজার টাকার সীমা পর্যন্ত অন্যান্য নোটের সঙ্গে বদলানো যাবে অর্থাৎ ২০০০ টাকার ১০ টি নোট বদলানো যাবে।

    আর বি আই এর সার্কুলার অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মানুষের কাছে যথেষ্ট সময় রয়েছে। ব্যাংক গুলিকে কে জারি করা হয়েছে পৃথক নির্দেশিকা। ব্যাংক ছাড়াও ২৩ শে মে থেকে আর বি আই এর ১৯ টি আঞ্চলিক অফিসেও ২০০০ টাকার নোট বদলানো যাবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments