More
    Homeবিনোদন‘করণ অর্জুন’-এর সিক্যুয়েলে নেই শাহরুখ খান কিংবা সলমন খান- কেউই!

    ‘করণ অর্জুন’-এর সিক্যুয়েলে নেই শাহরুখ খান কিংবা সলমন খান- কেউই!

    ‘করণ অর্জুন’-এর সিক্যুয়েলে নেই শাহরুখ খান কিংবা সলমন খান- কেউই! ছবির জন্য পরিবর্তে কাদের ভাবছেন পরিচালক রাকেশ রোশন? প্রায় তিন দশক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে দর্শকমহলে এই ছবির জনপ্রিয়তা আজও প্রশংসনীয়। জানা যাচ্ছে, আরও একবার নাকি বড়পর্দায় ‘ফিরে আসতে চলেছে’ করণ-অর্জুন! ভবিষ্যতে যদি কোনওদিন এই ছবির সিক্যুয়েল হয়, তা হলে কি আবারও ছবির পর্দায় ধরা দেবেন সলমন-শাহরুখ? যদিও এ ক্ষেত্রে কিছুটা হতাশই করলেন পরিচালক রাকেশ রোশন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাকেশকে প্রশ্ন করা হয়, এখন ছবিটি নতুন করে তৈরি করতে হলে করণ এবং অর্জুন চরিত্রে তিনি কাকে বেছে নেবেন তিনি। অনুরাগীদের নিরাশ করে তিনি বলে ওঠেন হৃত্বিক রোশন এবং রণবীর কাপুরের কথা। তিনি বলেন, “ছবিটার সিক্যুয়েল তৈরি করার ইচ্ছে আমার নেই। কিন্তু যদি করতেই হয়, সে ক্ষেত্রে আমি করণের চরিত্রে হৃত্বিক রোশন এবং অর্জুনের চরিত্রে রণবীর কাপুরকে বেছে নেব।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments