Tuesday, May 30, 2023
HomeUncategorized'করনের পরিবারে আমার অর্ধাঙ্গিনী', আপ্লুত কৌশিক রকি এন্ড রানীর পোস্টারে চুর্ণীকে দেখে

‘করনের পরিবারে আমার অর্ধাঙ্গিনী’, আপ্লুত কৌশিক রকি এন্ড রানীর পোস্টারে চুর্ণীকে দেখে

কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী চূর্ণির গুনোগান গাইছেন করন জোহরের চ্যাটার্জী পরিবারে দেখে। করান জোহরের নতুন ছবি পোস্টারে তার স্ত্রীকে দেখে তার যেন একটা অন্যরকম অসস্তি হচ্ছে দুটি পোস্টারে তার স্ত্রীর ছবি রয়েছে। একটা বর্তমানে আর একটা অতীতে। ২ রা জুন আস্তে চলেছে সেই ছবিটি।

বৃহস্পতিবারে প্রকাশ্যে এসেছে রকি অ্যান্ড রানী পোস্টারের নতুন লুক। সেই পোস্টারে জায়গা করে নিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের স্ত্রী চূর্ণী তাকে আলিয়া ভাটের অভিভাবকের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকেও এই ছবিতে দেখা যাবে।

অন্যদিকে আবার কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী মুক্তি পাবে। দুই জন তাতে কৌশিক সেনের প্রাক্তন স্ত্রী হিসাবে অভিনয় করেছেন চূর্ণী। বর্তমান স্ত্রী সেই ছবিতে জয়া হাসান। ঘটনাচক্রে কৌশিকের চরিত্র কোমায় চলে যাওয়ায় প্রাক্তন এবং বর্তমানের দ্বন্দ্ব শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments