Wednesday, October 4, 2023
Homeজাতীয়করোনাকালে দ্বিতীয় দফায় সবার জন্য খুলে দেওয়া হবে বেলুড় মঠের দরজা

করোনাকালে দ্বিতীয় দফায় সবার জন্য খুলে দেওয়া হবে বেলুড় মঠের দরজা

রোনাকালে দ্বিতীয় দফায় সবার জন্য খুলে দেওয়া হবে বেলুড় মঠের দরজা। সোমবার রামকৃষ্ণ মঠ ও মিশনে সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ সাংবাদিক বৈঠক করে এই কথা জানিয়েছেন। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় মঠের তরফে। জানানো হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মঠের দরজা সাধারণের জন্য খুলে দেওয়া হবে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত সাধারণের জন্য বেলুড় মঠ খোলা থাকবে। তবে প্রসাদ বিতরণ, আরতি দর্শন, ধ্যান বা মহারাজদের প্রণাম করা আগের মতোই ‘নিষিদ্ধ’। পরে বিবেচনা করে এই বিষয়গুলি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments