Wednesday, October 4, 2023
Homeকলকাতাকরোনার উপসর্গ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হল বিদ্যুৎমন্ত্রী শোভনদেবকে

করোনার উপসর্গ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হল বিদ্যুৎমন্ত্রী শোভনদেবকে

করোনার উপসর্গ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তি হলেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি মন্ত্রীমশাইয়ের করোনা ধরা পড়ে। মৃদু উপসর্গ থাকায় তাঁকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু উপসর্গ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।

৭৬ বছর বয়সী শোভনদেববাবুর করোনা সংক্রমণের খবরে উদ্বেগ ছড়ায় রাজনৈতিক মহলে। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন তিনি। তার পর ৫ দিন হোম আইসোলেশনে ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে অত্যাধিক দুর্বলতা ও গায়ে ব্যাথা বোধ করতে থাকেন তিনি। এর পরই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে আশার খবর, শ্বাসকষ্ট নেই শোভনদেববাবুর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments