Monday, March 27, 2023
Homeকলকাতাকরোনার জের, ফের দর্শনার্থীদের জন্য বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

করোনার জের, ফের দর্শনার্থীদের জন্য বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমতাবস্থায় ভক্তদের সুরক্ষার কথা ভেবে ফের বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য খোলা থাকলেও, গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না কেউ। বাইরে থেকেই দেবীর দর্শন সারতে হবে, পুজোও দিতে হবে। আগামী ১১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই নিষেধাজ্ঞা চালু থাকবে।

করোনার জের, ফের দর্শনার্থীদের জন্য বন্ধ হল কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

Read More-আগামী রবিবার বাতিল হাওড়া ডিভিশনের এই ট্রেনগুলি , দেখে নিন তালিকা

বর্ষবরণের ঠিক আগে থেকেই দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণের রাশ টানতে কড়া বিধিনিষেধ চালু করেছে নবান্ন। আগামী ১৫ জানুয়ারই পর্যন্ত একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও তাতেও বাগে আনা যায়নি সংক্রমণকে। তাই সংক্রমণের ঝুঁকি এড়াতে কালীঘাট মন্দিরের গর্ভগৃহে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার করোনার দৈনিক সংক্রমণ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর প্রায় অর্ধেক আক্রান্তই কলকাতায়। রাজ্যের দৈনিক সংক্রমণ ক্রমাগতই উদ্বেগ বাড়াচ্ছে। সংক্রমণের বাড়বাড়ন্তে বেলুড় মঠ সহ একাধিক মন্দিরের দরজা আগেই বন্ধ হয়েছে। এ বার কালীঘাট মন্দির কর্তৃপক্ষও গর্ভগৃহ বন্ধ করে দিল। গর্ভগৃহে সামনে ভিড় থেকে ভক্তদের সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত। মন্দির কর্তৃপক্ষের তরফে শুক্রবার জানানো হয়েছে, গর্ভগৃহে ভক্তদের প্রবেশে অনুমতি না থাকলেও কালীঘাট মন্দির খোলা থাকছে। বাইরে থেকে দেবী দর্শনের ব্যবস্থা থাকছে। এই নিষেধাজ্ঞার মধ্যে কেবল পুরোহিত ও সেবায়েতরা প্রয়োজনমতো মন্দিরের গর্ভগৃহে নিত্যপুজোর কাজ করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments