Thursday, October 5, 2023
Homeকলকাতাকরোনায় আক্রান্ত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন হোম আইসোলেশনে

করোনায় আক্রান্ত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়, রয়েছেন হোম আইসোলেশনে

উত্তরাখণ্ড থেকে প্রথম সিনেমার কাজ সেরে ফিরেছেন। ঋতুপর্ণা সেনগুপ্তর মতো ডাকসাইটে অভিনেত্রীর বিপরীতে ফিল্মে ডেবিউ করছেন, অতঃপর ফিরে বেজায় উচ্ছ্বসিতই ছিলেন শন বন্দ্যোপাধ্যায় (Sean Banerjee)। তবে ফেরার দিন কয়েক পর থেকেই স্বাদ, গন্ধ চলে যায় তাঁর। শেষে ডাক্তার দেখান। চিকিত্‍সকের পরামর্শমতো করোনা পরীক্ষা করান অভিনেতা। এরপরই শনের কোভিড (Covid) রিপোর্ট পজিটিভ আসে।

শন বন্দ্যোপাধ্যায় এপ্রসঙ্গে জানান, দেরাদুনে শুটিং সেরে ফেরার ১০-১২ দিন পর থেকেই উপসর্গ দেখা দেয়। সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করান তিনি। রিপোর্ট আসে বুধবার। তখনই জানতে পারেন যে, মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। এরপরই বাড়ি থেকে বেরনো বন্ধ করে দেন। এমনকী, পরিবারের কোনও সদস্যের সঙ্গেই তিনি আপাতত দেখা করছেন না। চিকিত্‍সকের পরামর্শমতো পুরোপুরি হোম আইসোলেশনে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments