বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের কোভিড-১৯ নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন রাকুল। তিনি এখন নিভৃতবাসে রয়েছেন।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গেল কয়েক দিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করার অনুরোধ করেছেন রাকুল প্রীত সিং।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রাকুল লিখেছেন, ‘সবাইকে অবগত করছি, আমার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি নিভৃতবাসে রয়েছি। আমি ভালো বোধ করছি এবং শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে শুটিংয়ে ফিরব। প্রত্যেকের কাছে অনুরোধ, যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে পরীক্ষা করান। ধন্যবাদ এবং প্লিজ নিরাপদে থাকুন।’