Monday, March 27, 2023
Homeপশ্চিমবঙ্গকরোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়

করোনা আক্রান্ত পশ্চিমবঙ্গের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রবীন মন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ রাজনৈতিক মহলে। বুধবার রাতে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

 

মমতা মন্ত্রীসভার অন্যতম বরিষ্ঠ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার রাসবিহারীর বিধায়ক তিনি। ৭৬ পার করেছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী। করোনাকালে দীর্ঘদিন রাজনৈতিক কার্যকলাপ থেকে দূরে ছিলেন তিনি। মন্ত্রিত্বের দায়িত্বও সামলেছেন অত্যন্ত সাবধানে। এরই মধ্যে সংক্রমণ ধরা পড়ল তাঁর।

 

মন্ত্রীমশাই জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শে আপাতত হোম আইসোলেশনে থাকবেন তিনি। তাঁর সামান্য উপসর্গ রয়েছে। তবে উপসর্গ দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি হতে নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। সরস্বতী পুজোয় মন্ত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন অনেকে। টুইটারে তাঁদের করোনা পরীক্ষা করাতে অনুরোধ করেছেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments