Wednesday, October 4, 2023
Homeজাতীয়করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। নিজেই ট‍্যুইটারে একথা জানিয়েছেন তিনি।

গত কয়েকদিনে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদের প্রত্যেককে নমুনা পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন ৬০ বছরের জে পি নাড্ডা। এদিন সন্ধ্যা ৫.৩৭ মিনিট নিজের ট্যুইটারে হিন্দিতে নাড্ডা লেখেন, “করোনার প্রাথমিক লক্ষণগুলো পাওয়ার পর আমি পরীক্ষা করিয়েছিলাম। সেই রিপোর্ট পজিটিভ এসেছে। আমার স্বাস্থ্য ঠিক আছে এখন। চিকিত্‍সকদের হোম আইসোলেশনে থেকে সমস্ত নির্দেশিকা অনুসরণ করছি আমি। গত কয়েকদিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি আপনারা নিজেদের আইসোলেট করুন এবং নমুনা পরীক্ষা করুন।”

জে পি নাড্ডার দ্রুত সুস্থতা কামনা করে ইতিমধ্যেই ট্যুইট করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ অনেকেই।

প্রসঙ্গত, সম্প্রতি বাংলা সফরে এসেছিলেন জে পি নাড্ডা। সেখানে তাঁর কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে, যা নিয়ে এই মুহূর্তে তোলপাড় জাতীয় রাজনীতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments