করোনা আবহের জেরে এবছর নয়াদিল্লির সাধারণতন্ত্র দিবস কোনও বিদেশি অতিথি উপস্থিত থাকবেন না। যদিও রাজপথে প্যারেড হবে কিন্তু করোনা সংক্রমণের কথা মাথায় রেখে এবার আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না কোনও বিদেশি রাষ্ট্রনেতা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব।
এর আগে চলতি বছরের সাধারণতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। ভারতের তরফ থেকে আমন্ত্রণ পেয়ে তা গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু করোনার নতুন স্ট্রেনের কারণে ব্রিটেনেই জারি হয়েছে কড়া লকডাউন। এই পরিস্থিতিতে ভারত সফর বাতিল করেন জনসন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও কথা বলেন ফোনে। সাধারণতন্ত্র দিবসে উপস্থিত থাকতে না পারায় তিনি দুঃখ প্রকাশও করেন।