Sunday, September 24, 2023
Homeখবরকলকাতায় অ্যাসিড আক্রান্তদের সঙ্গে আড্ডায় মাতলেন শাহরুখ, অঙ্গীকার পাশে থাকার!

কলকাতায় অ্যাসিড আক্রান্তদের সঙ্গে আড্ডায় মাতলেন শাহরুখ, অঙ্গীকার পাশে থাকার!

বাজিগর তারায় যারা জীবন যুদ্ধে হারার মতন পরিস্থিতি থেকে জিতে ফিরে এসেছেন। কেকেআর জেতার পরে শাহরুখ খান সেই বাজিগরদের সঙ্গেই সময় কাটালেন। তারা জীবন সংগ্রামের সব বাধা উড়িয়ে মাথা উঁচু করে এগিয়ে চলেন। কেউ কোন বিকৃত মনস্ক পুরুষের দ্বারা আবার কেউ কোন গৃহস্থ হিংসার শিকার কিংবা দুর্ঘটনায় আক্রান্ত হয়ে অন্ধকার গলিতে যেতে বসেছিলেন।

তারা চলেন মনের জনেই কেকেআরের মতন তারাও স্লোগান দেয় করব লড়বো জিতবো রে। আর এবারে তারাই পাশে পেয়েছেন কেকেআরের মালিক শাহরুখ খানকে। প্রথম ম্যাচে হারের পর ইডেনের দুর্দান্ত জয়ের ২৪ ঘন্টার মধ্যেই শাহরুখ খান সেই ব্যক্তিদের সঙ্গে সময় কাটান।

সেই আড্ডায় বসে শাহরুখ তাদেরকে আরো এগিয়ে যাওয়ার প্রেরণা দিলেন। শুধু গুরু গম্বির আড্ডা নয় তাদের সঙ্গে করলেন অনেক হাসিঠাট্টা মজাও। এমনকি ওদের আমন্ত্রণ জানালেন মন্নতের লাঞ্চেও। সেই আবদার তারা রাখলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments