More
    Homeবিনোদনকলকাতায় দিলজিৎ-এর কনসার্ট নিয়ে উন্মাদনা চরমে! এর মাঝেই অনুরাগীর আর্জিতে সাড়া দিয়ে...

    কলকাতায় দিলজিৎ-এর কনসার্ট নিয়ে উন্মাদনা চরমে! এর মাঝেই অনুরাগীর আর্জিতে সাড়া দিয়ে সকলের মন জিতলেন গায়ক

    পাঞ্জাবি পপস্টার দিলজিৎ দোসাঞ্জ তার মিউজিক্যাল ট্যুর নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, পুণে, আহমেদাবাদ ঘুরে তিনি এবার এসেছেন কলকাতায়। আগামী ৩০ নভেম্বর কলকাতায় তার কনসার্ট অনুষ্ঠিত হবে। এই শো ঘিরে শহরে উত্তেজনা তুঙ্গে। টিকিট বুকিং শুরু হতেই মুহূর্তে সব শেষ হয়ে যায়। অনেক ভক্ত টিকিট পেতে ব্যর্থ হন।

    কলকাতার মনিন্দর সিং সখী নামের এক অন্ধভক্ত সোশ্যাল মিডিয়ায় দিলজিতের কাছে টিকিটের আবেদন করেন। তিনি লেখেন, “বহু বছর ধরে আপনার কনসার্ট দেখার অপেক্ষায় আছি। এবারও টিকিট পেলাম না। দয়া করে আমাকে এবং আমার বোনকে ২টি টিকিট দিন।” দিলজিৎ এই অনুরোধে সাড়া দিয়ে বলেন, “ব্যবস্থা হয়ে যাবে।” তার এই মহানুভবতায় ভক্তরা তাকে প্রশংসায় ভরিয়ে দেন।

    তবে এই ট্যুর শুধু উন্মাদনা নয়, বিতর্কও বয়ে এনেছে। গানে মদ ও মাদকের প্রচারের অভিযোগে তেলেঙ্গানা সরকার তাকে আইনি নোটিস দেয়। এই বিষয়ে দিলজিৎ সরাসরি মন্তব্য করেন, “গানে মদ নিষিদ্ধ করলে সিনেমাতেও মদ দেখানো বন্ধ হোক।” বিতর্ককে উপেক্ষা করে তিনি তার কনসার্ট নিয়ে এগিয়ে চলেছেন। প্রতিটি শহরে তার শো-এর টিকিট বিক্রি হচ্ছে ঝড়ের গতিতে। কলকাতাতেও সেই উন্মাদনার ব্যতিক্রম হয়নি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments