কলকাতায় ‘পুষ্পা’! হ্যাঁ, অনুরাগীদের জন্য এমনই সুখবর দিলেন ছবির নির্মাতারা। ‘পুষ্পা’ ছবির এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। তাতে লেখা, “ভারতের বৃহত্তম চলচ্চিত্রের জন্য অপেক্ষা করছে একগুচ্ছ ইভেন্ট। সারা দেশে ‘পুষ্প ২’ ইভেন্টের জন্য প্রস্তুত হও।” আসলে এই ছবির টিম ঘুরে বেড়াতে চলেছে দেশের বিভিন্ন প্রান্তে। যাত্রা শুরু হবে পাটনা থেকে। তারপর কলকাতা হয়ে চেন্নাই, কোচি, ব্যাঙ্গালোর ও সবশেষে রয়েছে হায়দরাবাদ।