কলকাতা সহ সল্টলেক এবং কেএমডিএ এলাকার বাস পরিষেবায় এবার বড় পরিবর্তন আসছে। মেট্রোর মতো নির্দিষ্ট সময়সূচি মেনে বাস চলাচলের পরিকল্পনা করেছে রাজ্য পরিবহণ দপ্তর। প্রতিটি বাসস্টপে বসানো হবে এলইডি স্ক্রিনের টাইম টেবিল। এই স্ক্রিনে যাত্রীরা দেখতে পাবেন, কোন রুটের বাস কখন আসবে। সরকারি ও বেসরকারি উভয় বাসের সময়সূচি এখানে দেখা যাবে। তবে, কাজটি বেশ জটিল। শহরের বহু জায়গায় নির্দিষ্ট বাসস্টপ নেই। যানজটের কারণে নির্দিষ্ট সময়ে বাস পৌঁছানোর ব্যাপারেও সংশয় রয়েছে। এজন্য পরিবহণ দপ্তর এবং পুরসভা যৌথভাবে নতুন বাসস্টপ তৈরি করার পরিকল্পনা করছে। নির্ধারিত সময় অন্তর বাস ছাড়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, নির্দিষ্ট স্টপ ছাড়া বাস দাঁড় করানো যাবে না বলে চালকদের কড়া নির্দেশ দেওয়া হবে। নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুই বাসের রেষারেষি বন্ধ করতে নতুন গাইডলাইন চালু হচ্ছে। বাসকে বাঁদিকের লেন ধরে চালাতে হবে এবং রাস্তার মাঝখান থেকে যাত্রী তোলা নিষিদ্ধ করা হবে। যাত্রীদের সুবিধার্থে প্রত্যেক বাসের গতিবিধি একটি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। এছাড়া, বাসের চালক এবং কন্ডাক্টরের আচরণ নিয়ে আলাদা নির্দেশিকা প্রকাশ করা হবে। বাসে টিকিট কাটার প্রক্রিয়াও কাশলেস হতে চলেছে। পরীক্ষা মূলকভাবে ১০টি সরকারি বাসে কিউআর কোড ব্যবহার করে টিকিট কাটার ব্যবস্থা চালু হবে। এই ব্যবস্থা জনপ্রিয় হলে অন্যান্য বাসেও তা চালু করা হবে।
দুর্ঘটনা রোধ এবং বাসের রেষারেষি বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহণ দপ্তর ও পুলিশের কাছে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর মেয়র ফিরহাদ হাকিম এবং পরিবহণ মন্ত্রীর উপস্থিতিতে পুলিশের সঙ্গে বৈঠক হয়, যেখানে এই নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ, শুক্রবার, বেসরকারি বাসচালক ও কন্ডাক্টরের আচরণ সংক্রান্ত বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে পরিবহণ দপ্তর, পুলিশ এবং পুর কমিশনাররা উপস্থিত থাকবেন। এই উদ্যোগ বাস পরিষেবার মান উন্নত করতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।