Tuesday, May 30, 2023
HomeUncategorizedকলকাতার রাস্তায় ফ্লাসমবে অংশ নিলেন জ্যাকলিন

কলকাতার রাস্তায় ফ্লাসমবে অংশ নিলেন জ্যাকলিন

 

 

শনিবার শহরে কনসার্ট করছেন সালমান খান। তার আগেই, ‘চিটিয়া কালাইয়া’ গানে জ্যাকলিন ফার্নান্দেজ কিশোর-কিশোরীর সাথে কলকাতা মাতালেন রাস্তায় নাচছিলেন। তার নাচের ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই।

 

শুক্রবার শহরে এসে পুরো দলের সঙ্গে পুরোদমে প্রস্তুতি নিয়েছেন দেন বলিউডের ভাইজান। রিহার্সাল শেষে কলকাতার রাস্তায় ফ্লাশমবে দেখা গেলো জ্যাকলিনকে।

 

পূজা হেজ, সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্দেজ, আয়ুষ শর্মা প্রভু দেবা এবং গুরু রন্ধাওয়ার মতো বিখ্যাত ব্যক্তিরাও সালমানের ‘দাবাং ট্যুর’ অনুষ্ঠানে থাকবেন। এক কথায় বেশ শোরগোল চলছে শহরজুড়ে। প্রসঙ্গত, আগামী ১৩ মে সলমন খান ইস্টবেঙ্গল মাঠে পারফর্ম প্রদর্শন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments