কলকাতায় পা রাখলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জগত্প্রকাশ নড্ডা।
বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন বিজেপি রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়।
দুদিনের সফরে আজ দলীয় কার্যালয়ের উদ্বোধন করার পাশাপাশি এই সফরে একাধিক কর্মসূচীতে যোগ দেবার কথা রয়েছে জে পি নড্ডার।
বিজেপি সূত্রে খবর, হেস্টিংসে নতুন রাজ্য নির্বাচনী কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি ৯টি জেলা কার্যালয়ের ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন নড্ডা।
এ দিন বিমানবন্দরে নেমে তিনি কলকাতার হেস্টিংসে দলের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করতে আসেন। সেখানেই তাঁকে কালো পতাকা দেখানো হয়।
কৃষি আইন প্রত্যাহার-সহ একাধিক স্লোগান লেখা পোস্টার এবং কালো পতাকা নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা। পুলিশের পাশাপাশি বিজেপি কর্মীরা তাঁদের হঠিয়ে দিতে গেলে একপ্রস্থ ধস্তাধস্তিও হয়।
নিরাপত্তারক্ষীদের সঙ্গে কালো পতাকা ও পোস্টার নিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা