কলকাতায় বেড়ে গেল কনটেনমেন্ট জোন এর সংখ্যা। তা ৩ থেকে বেড়ে ৫ হয়েছে। কলকাতা পুরসভা এই তথ্য জানিয়েছে। তারা জানাচ্ছে, ২৭ নভেম্বর ৩টি কনটেনমেন্ট জোন ছিল। এখন আরও ২টি বেড়ে গিয়েছে।
কলকাতা পুরসভা সূত্রে জানা, এখন মহানগরীতে কনটেনমেন্ট জোনের সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ। তবে মানুষকে আশ্বস্ত করেছে পুরসভা। বলেছে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুরসভা নিয়মিত জীবাণুমুক্ত করার কাজ করবে। সেখানকার বাসিন্দাদের সব রকমের সাহায্য করা হবে। মানুষকে আরও সচেতন হতে বলেছে পুরসভা।
কোথায় কোথায়
নতুন কনটেনমেন্ট জোনের আওতায় বালিগঞ্জ, ভবানীপুর এবং একবালপুর এলাকার কয়েকটি আবাসন রয়েছে। এর মধ্যে কলকাতা পুরসভার ৮ নম্বর বডরোর ৬৯ নম্বর ওয়ার্ডের রয়েছে ৩টি কনটেনমেন্ট জোন। নতুন কনটেইনমেন্ট জোনের মধ্যে রয়েছে। কলকাতা পুরসভার ৬৯ নম্বর ওয়ার্ডের বালিগঞ্জ সার্কুলার রোডের কয়েকটি আবাসন, রেড ল্যান্ড রোডের একটি বাড়ি, ডায়মন্ড হারবার রোডের ডায়মন্ড টাওয়ার আবাসন।
কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের ৩৮বি এলগিন রোডের কয়েকটি ফ্ল্যাট, ৭৯ নম্বর ওয়ার্ডের ডায়মন্ড টাওয়ারের এক অংশের কয়েকটি ফ্ল্যাট কনটেনমেন্ট জোনে রয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নতুন যুক্ত হওয়া কনটেইনমেন্ট জোনগুলির মধ্যে বেশিরভাগই আবাসন এবং ফ্ল্যাট।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মৃত বেড়ে হয়েছে ৮ হাডার ৫২৭। বাংলায় একদিনে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ৫৫। রাজ্য স্বাস্থ্য দফতরের সূত্রে এ তথ্য জানা গিয়েছে।