More
    Homeখবরকলকাতা কর্পোরেশনের স্কুল ছুটি প্রসঙ্গে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে শোকজ

    কলকাতা কর্পোরেশনের স্কুল ছুটি প্রসঙ্গে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে শোকজ

    কয়েকদিন আগেই হঠাৎ এক বিজ্ঞাপ্তিতে কলকাতা কর্পোরেশনের স্কুলগুলোতে বিশ্বকর্মা পুজোর ছুটি বাদ দিয়ে ঈদের ছুটি একদিন বাড়িয়ে দেওয়া হয়। তা নিয়ে বিতর্ক কম হয় না। গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে চক্রান্তের অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ক্ষোভ প্রকাশের ঘণ্টা খানেকের মধ্যেই সাসপেন্ড হলেন শিক্ষাবিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থ শংকর ধাড়া।

     

     

     

    বিশ্বকর্মার পুজোর ছুটি বাতিল করে ইদের ছুটি দু’দিন করা হয়েছে বলে অভিযোগ তোলেন বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তারপর থেকেই সূত্রপাত বিতর্কের। তিনি দাবি করেন, পুরসভার শিক্ষাদফতরের বিজ্ঞপ্তিতে আঘাত পেয়েছেন সনাতনীরা।

     

    বিজেপি নেতার অভিযোগের পরেই ছুটি বিতর্কে শিক্ষা বিভাগের চিফ ম্যানেজার সিদ্ধার্থশঙ্কর ধাড়াকে শোকজ পাঠানো হয় পুরসভা তরফে। জানা যায়, পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ বা পুরসভার পুর কমিশনার, কারওর সঙ্গে আলোচনা না করেই এই ছুটি বিজ্ঞপ্তি জারি করেন তিনি। আর তারপরেই চড়ে বিতর্ক। এদিন আবার এই বিতর্ককাণ্ড থেকে শিক্ষা নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুরসভা। সমস্ত কন্ট্রোলিং অফিসারের জন্য বিজ্ঞপ্তি জারি করে পুর কমিশনার ধবল জৈন জানালেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন অনিবার্য।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments