More
    Homeকলকাতাকলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন JMB জঙ্গি

    কলকাতা পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন JMB জঙ্গি

    তিন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, শনিবার রাতে ওই জঙ্গিদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তিনজনই বাংলাদেশের নাগরিক। আপাতত জঙ্গিদের বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।

    একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে জাল বিস্তারের চেষ্টা করছে জেএমবি। খাগড়াগড়কাণ্ডে সেই প্রমাণও মিলেছিল। ২০১৪ সালের ২ অক্টোবর যে বিস্ফোরণ হয়েছিল। পরবর্তীকালে মালদহ, কলকাতার মতো জায়গা থেকে পুলিশের জালে ধরা পড়েছে একাধিক জেএমবি জঙ্গি।

    সূত্রের খবর, তারইমধ্যে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই তিনজন জঙ্গিকে গ্রেফতার করেছে এসটিএফ। তারা কী কারণে কলকাতায় এসেছিল, কী পরিকল্পনা ছিল, সেই বিষয়ে জেরা চালানো হচ্ছে। পাশাপাশি জেএমবির নয়া কোনও মডিউল নাকি পুরনো কোনও মডিউলের সঙ্গে তিনজন যুক্ত ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে সূত্রের খবর। তবে বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের তরফে সরকারিভাবে কিছু মুখ খোলা হয়নি। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করবেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন মিত্র। সেখানেই বিস্তারিত তথ্য জানানো হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments