রবিবারের কুয়াশামাখা ভোর। তখনও ঘুম ভাঙেনি গোটা কলকাতার। রেড রোডে যেন বিশাল মেলা। মেলা নয়, ম্যারাথন। টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতার আন্তর্জাতিক দূত হিসেবে হাজির ইংল্যান্ড তথা আর্সেনালের প্রাক্তন তারকা সল ক্যাম্পবেল। তাকে নিয়ে হইচই দেশ-বিদেশের অসংখ্য নামকরা অ্যাথলেটদের মধ্যে। ‘সিটি অফ জয়’তে দৌড়তে হাজির প্রায় ২০ হাজার সাধারণ প্রতিযোগী! ম্যারাথনে এ যেন নতুন মাইলফলক!পুরুষদের আন্তর্জাতিক বিভাগে সেরা হয়েছেন উগান্ডার স্টেফেন কিসা, যিনি ১ ঘন্টা ১২ মিনিট ৩৪ সেকেন্ডে ২৫ কিলোমিটার রেস শেষ করেন। মহিলাদের আন্তর্জাতিক বিভাগে প্রথম স্থান দখল করেন গতবারের চ্যাম্পিয়ন সুতুমে কেবেডে, যিনি ১ ঘন্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ডে দৌড় শেষ করেন। ভারতীয় পুরুষদের বিভাগে প্রথম স্থান দখল করেছেন গুলবীর সিং, যিনি ১ ঘন্টা ১৪ মিনিট ৬ সেকেন্ডে ২৫ কিলোমিটার রেস শেষ করেন। মহিলাদের ভারতীয় বিভাগে সঞ্জীবনী যাদব (১ ঘণ্টা ২৯ মিনিট ১২ সেকেন্ড), লিলি দাস (১ ঘণ্টা ৩১ মিনিট ৩ সেকেন্ড) করে দ্বিতীয় হন।