More
    Homeকলকাতাকলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব

    কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব

    কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব । সোমবার রাজ্যপাল জগদীপ ধনকড় তাঁকে শপথবাক্য পাঠ করান। আগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ অনুযায়ী তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন।

    কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব

    Read More-ফের জামিনের আবেদন খারিজ শাহরুখ পুত্র আরিয়ান খানের, থাকতে হবে জেলেই

    প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণনের অবসরের পরে বিচারপতি রাজেশ বিন্দল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তিনি এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন। বিচারপতি শ্রীবাস্তবের জন্ম ১৯৬১ সালের ৩১ মার্চ। ১৯৮৭ সালে ওকালতি শুরু করেন তিনি। ২০০৮ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। দেওয়ানি, কর সংক্রান্ত মামলা ও সাংবিধানিক মামলায় বিশেষজ্ঞ বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব আগে সুপ্রিম কোর্টের কৌঁসুলি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে স্থায়ী বিচারপতির পদ পান। ২০২৩ সালের ৩০ মার্চ অবসর নেবেন শ্রীবাস্তব। ততদিন তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারেন।

    Read More-২১ শতকে গোটা বিশ্বকে একজোট করবে মহাকাশ, ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের উদ্বোধনে বললেন মোদি

    চলতি বছর এপ্রিলে বিচারপতি রাজেশ বিন্দল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করেছিল রাজ্যের শাসক দলের একাংশ। নারদ মামলায় কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অরিন্দম সিনহা। প্রধান বিচারপতি বিন্দল কীভাবে নিম্ন আদালতের জামিন প্রক্রিয়া স্থগিত করে দিয়েছিলেন সে নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক দেব বিচারপতি বিন্দলের বদলি চেয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন।

    Read More-রাজৌরি সেক্টরে সেনা-জঙ্গি এনকাউন্টার, শহিদ অফিসার সহ মোট পাঁচ সেনা কর্মী

    ভোট পরবর্তী হিংসা মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। বিচারপতি বিন্দলকে বদলি করা হতে পারে এমন কথাও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত বিচারপতি রাজেশ বিন্দল বদলি হয়ে গেলেন এলাহাবাদ হাইকোর্টে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তব।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments