কল্পনা চাওলার স্মৃতি টাটকা। তাই সুনীতাদের ফেরানোর ঝুঁকি নেয়নি নাসা। তাঁরা মহাকাশেই থাকলেন, পৃথিবীতে ফিরে এল মানববিহীন স্টারলাইনার। বোয়িং-এর এই স্টারলাইনার ক্যাপসুলই জুনের প্রথম সপ্তাহে মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে মহাকাশে নিয়ে গিয়েছিল। এরপরই তাতে ত্রুটি ধরা পড়ে। জানা যায়, হিলিয়াম লিক করছিল। ফলে, মহাকাশেই আটকে যান সুনীতারা। তবে কোনও অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই অটোমেটিক মোডে পৃথিবীতে ল্যান্ড করে স্টারলাইনার। ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। ৬ ঘণ্টার মধ্যেই সকাল ৯.৩২-এ তা আমেরিকার মেক্সিকোর হোয়াইট স্যান্ড স্পেস হারবারে অর্থাৎ মরুভূমিতে অবতরণ করে। নাসা জানিয়েছে, সব ঠিক থাকলে মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আগামী বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরবেন। আপাতত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দিন কাটাবেন তাঁরা।