Tuesday, May 30, 2023
HomeUncategorizedকাজলের এআই জেনারেটেড ছবি দেখে অবাক সকলে! এ তো পুরো নাইসার মত...

কাজলের এআই জেনারেটেড ছবি দেখে অবাক সকলে! এ তো পুরো নাইসার মত লাগছে 

 

 

১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে কাজলের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে মেয়ে নায়িকা এবং ছেলে যুগ। মেয়ে নাইসার জন্ম হয়েছিল ২০০৩ সালে এবং ছেলের জন্ম হয়েছিল ২০১০ সালে। মোট ২৭ হাজার জন লোক লাইক করে ফেলেছেন এই পোস্টটিতে মাত্র এক ঘন্টার মধ্যে। অনেকেই কমেন্ট বক্সে লিখছেন যে তারা দুজনেই খুব সুন্দর।

 

কৃত্রিম বুদ্ধিমত্তা ট্রেন্ড মেনে কাজল ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন,’ এ আই ….এন্ড মি এনি এনি গেস হু আই লুক লাইক’। পোস্ট করে তিনি তার মেয়েকে ট্যাগ করেছেন।

 

 

কাজল এই ছবি শেয়ার করা মাত্র সবাই বলছে তার মেয়েকে পুরোই তার মতন দেখতে লাগছে। সোশ্যাল মিডিয়ায় খুবই একটিভ কাজল। কাজল তার চিন্তাভাবনা ছবি সমস্ত কিছুই শেয়ার করতে ভালবাসেন তার অনুরাগীদের সঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments