More
    Homeখবরকাঞ্চন মল্লিকের বেফাঁস মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, ‘হুঁকোমুখো হ্যাংলা’ বলে কটাক্ষ ঋদ্ধির

    কাঞ্চন মল্লিকের বেফাঁস মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, ‘হুঁকোমুখো হ্যাংলা’ বলে কটাক্ষ ঋদ্ধির

    আরজিকর কাণ্ডের বিচার এখনও চলছে। এখনও অধরা আসল দোষী। সেকারণে প্রতি নিয়ত চলছে প্রতিবাদ। সাধারণ থেকে সেলেব সকলে পথে নামছেন। পথে নেমেছেন প্রায় সকল পেশার মানুষ। তেমনই প্রতিবাদের ধ্বনি উঠেছে ঘরে ঘরে। সদ্য প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল টলিউড শিল্পীরা। তাদের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করলেন কাঞ্চন মল্লিক। এবার কাঞ্চন মল্লিককে ‘হুঁকোমুখো হ্যাংলা’ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ঋদ্ধি সেন।

     

    আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তোলপাড় হয়ে আছে রুপোলি পর্দা থেকে রাজনৈতিক মহল। এমতাবস্থায় কাঞ্চন মল্লিকের বেফাঁস মন্তব্য সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাঞ্চন মল্লিকের এই মন্তব্যেরই পাল্টা জবাব দিয়েছেন ঋদ্ধি সেন। তিনি বলেন, “যদি অন্যায়ের বিরুদ্ধে সরকারকে প্রশ্ন করতে গেলে সরকারি মেইন ফেরত দিতে হয়, তাহলে সেই একই নিয়মে কাঞ্চন মল্লিকের বাজে বকার জন্য বিধায়ক সহ, যে কোনো রাজনৈতিক পদ ফেরত দিয়ে অবিলম্বে স্কুল ফেরত চলে যাওয়া উচিত। ভারতীয় সংবিধান না জেনে রাজনীতি করা তো দূরের কথা, ঠিক মতো মোসাহেবিও করা যায় না। আপনাদের মতো কিছু লোকের ভীত চাওয়ার জন্য ‘মানুষের পাশে থাকবো’ বলা আর অঙ্ক টুকে পাশ করার চেষ্টা একই জিনিস। দুটোর পরিণতি একই, ইংরেজিতে বলে ‘fail’ আর বাংলায় ‘ভুল’।”

     

    তিনি তার সোশ্যাল মিডিয়ায় আরও বলেন, “রাজনীতি বড়োদের কাজ, আপনি বরং স্কুলে শিশুদের কাছে ফিরে গিয়ে ভারতীয় সংবিধানের ‘article ’19 (1) (a) ‘টা পড়ে দেখুন, মানুষের পাশে থাকতে গেলে আগে মানুষের অধিকারটা জানতে হয়, “Article 19 (1) (a) guarantees freedom of speech and expression to all citizens, this freedom includes the right to express dissenting opinions, criticise the government and engage in peaceful protests and demonstrations”, আপনি আসলে কোনোদিনই মানুষের পাশে ছিলেন না, আপনি টাকার পাশে ছিলেন। তবে আপনার মন্তব্যে অবাক হলাম না, যিনি কয়েকমাস আগে তার বিয়েবাড়ির বাইরে লিখে রেখেছিলেন ‘drivers and bodyguards not allowed’ তার কাছে এই মন্তব্যই প্রত্যাশিত, আপনার মনুষত্বের সংবিধানটাই বিকৃত, দূষিত, পচা। তাই অবাক না হয়েই বলছি, প্রতিবাদ করার জন্য কেউ মাইনে বা বোনাস বা চাকরি ফেরত দেবে না, আপনি স্বরং কোনো মেডিকেল কলেজে আপনার শিরদাঁড়াটা ফেরত দিয়ে আসুন, ছাত্র আর শিক্ষকদের ক্লাসে ডেমন্সট্রেশনের কাজে লাগবে।”

     

    প্রসঙ্গত উল্লেখ্য, সদ্য প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল টলিউড শিল্পীরা। তাদের উদ্দেশ্যে বেফাঁস মন্তব্য করেন, কাঞ্চন মল্লিক। তিনি বলেন, ‘যারা আন্দোলন করছেন তারা বেতন নেবেন তো? টলিউডের শিল্পীরা এত বড় কথা বলছেন কিন্তু, সরকারি পুরস্কার যারা পেয়েছেন, তারা ফেরত দেবেন তো?’ সারা রাজ্য যখন আন্দোলনে তোলপাড়, মেয়েরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে রাস্তায় নেমেছেন, ঠিক তখনই এরকম বেফাঁস মন্তব্য করলেন কাঞ্চন মল্লিক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments