More
    Homeঅনান্যকাটল না ‘জংলা’র জট, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার পরেও দ্বন্দ্ব মিটল না

    কাটল না ‘জংলা’র জট, ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার পরেও দ্বন্দ্ব মিটল না

    কাটল না ‘জংলা’র জট। ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার পরেও দ্বন্দ্ব মিটল না। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেন প্রযোজক। সূত্রের খবর, এই ছবিতে কাজ করবে না বলে জানিয়ে দিয়েছে প্রযোজনা সংস্থা ‘নন্দী মুভিজ’। শুধু তা-ই নয়, জানা যাচ্ছে, পরিচালকের ফোন ধরা বন্ধ করে দিয়েছেন প্রযোজক।

     

    সম্প্রতি ফেডারেশনের সঙ্গে বিবাদের জেরে পুজোর ছবির কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল কৌশিককে। জানুয়ারি মাসের শেষেই শুরু হওয়ার কথা ছিল ছবির শুটিং। ‘জংলা’ ছবির হাত ধরেই আবার বড় করে ছেলে উজান গঙ্গোপাধ্যায়কে সেলুলয়েডে আনতে চলেছেন কৌশিক। ছবির বাজেটও নেহাত কম নয়।

     

    কিন্তু গত মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো করে পরিচালক জানিয়েছিলেন, সমস্যা মিটে গিয়েছে। মনে আশা নিয়ে ভিডিয়ো করেন তিনি। বলেছিলেন, “একটা ভাল খবর দিতেই এই ভিডিয়ো। আমার নতুন ছবির কাজ শুরু হতে চলেছে। কিছু টেকনিক্যাল সমস্যার জন্য পিছিয়ে ছিল এই ছবির শুটিং। কলাকুশলীদের সঙ্গে বসে আমরা বিষয়টার সমাধান করতে পেরেছি। আমার আগে বলা কিছু কথা টেকনিশিয়ান ভাইদের খুব দুঃখ দিয়েছে। তাঁরা খুব অভিমান করে জানতে চেয়েছেন যে, আমি কেন তাঁদের সম্পর্কে এমন কথা বললাম। আমি তাঁদের সামনে বসে বুঝিয়েছি যে কী কারণে, কী বিষয় এবং কোন পরিপ্রেক্ষিতে কথাগুলো বলেছি এবং আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল, তা মিটে গিয়েছে। আমরা আবার আগের মতো কাজ করতে চলেছি।”

     

    কিন্তু আদপেও সেই সমস্যা মেটেনি বলেই জানা গেল সূত্র মারফত। ছবির কাজ থেকে হাত তুলে নিল প্রযোজনা সংস্থা। এর আগে এমনকি পরিচালককে লিখিত ক্ষমা চাইতেও বলা হয়েছিল ফেডারেশনের তরফে। কিন্তু পরিচালক সেই শর্তে রাজি হয়েছেন কিনা, তা নিয়ে তথ্য মেলেনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments