সাধ্যের মধ্যে টার্গেট। তবু হার। কাঠগড়ায় হরমনপ্রীতের ক্যাপ্টেন্সি! অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপে স্বপ্নভঙ্গই বলা চলে মেয়েদের ভারতের। অস্ট্রেলিয়ার ৮ উইকেট ১৫১ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪২ রানে শেষ করে ভারত। ৪৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে ব্যর্থ হন ক্যাপ্টেন। তিনিই হয়ে ওঠেন ট্র্যাজিক নায়ক। উইকেটের অন্যপ্রান্তে দাঁড়িয়ে হরমনপ্রীত দেখলেন শেষ ওভারে চার বলে চার উইকেটের পতন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। মরণ বাঁচন ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে হরমনপ্রীত ক্যাপ্টেন্স নক আর করতে পারেননি। নিজে ছন্দে থাকলেও স্ট্রাইকের বদলে নিয়েছেন দু’বার সিঙ্গলস। তাতেই ম্যাচ শেষে প্রশ্নের মুখে পড়েছেন তিনি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ওরা অভিজ্ঞ দল। এই জায়গা থেকে কীভাবে ম্যাচ জিততে হয় ওরা জানে। আমাদের ওদের থেকে শিখতে হবে।’ কিন্তু ওমেন্স দল নিয়েও আশায় ছিলেন সমর্থকরা। এভাবে তীরে এসে তরী ডোবায় তারা হতাশ। হরমনপ্রীতের পদত্যাগেরও দাবি তোলেন সমর্থকরা। শেষ চারের ক্ষীণ আশাটুকু অবশ্য অঙ্কের বিচারে এখনও রয়ে গেছে।ভারতকে অপেক্ষা করতে হবে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচের ফলাফলের ওপর।